নোভা ফাউন্ডেশন শুরু করেছে স্বাবলম্বী করণ প্রকল্প!
নোভা ফাউন্ডেশন শুরু করেছে স্বাবলম্বী করণ প্রকল্প!

অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জীবন-যাপন অন্য স্বাভাবিক দশটি মানুষের মতন নয়। তারা প্রতিনিয়ত লড়ছে জীবন বাঁচানোর লড়াইয়ে। সমাজের এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নোভা ফাউন্ডেশন শুরু করেছে স্বাবলম্বীকরণ প্রকল্প।

নোভা ফাউন্ডেশনে যেমন বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায় , সহায়তার হাত বাড়ায় ঠিক তেমনি স্থায়ীভাবে যাতে মানুষ স্বনির্ভর ও স্বাবলম্বী হতে পারে, সেজন্য এই স্বাবলম্বীকরণ প্রকল্পের অগ্রযাত্রা।

দীর্ঘদিন যাবৎ নোভা ফাউন্ডেশন দরিদ্র মানুষের জন্য বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম যেমন, বেকার মানুষদের মধ্যে হস্থশিল্প ও কারিগরি প্রশিক্ষন সহ প্রয়োজনীয় উপকরন প্রদান, অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য, ইফতার ও ঈদ সামগ্রী প্রদান, এতিম ও অসহায় পীড়িত মানুষের মধ্যে পুর্নবাসনমূলক প্রকল্প গ্রহণ, ইসলামিক শিক্ষার মান উন্নয়ন প্রচার এবং প্রতিষ্ঠার নিমিত্তে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা স্থাপন সহ গরিবদের মধ্যে বিনামূল্যে বই সরবরাহ করা ইত্যাদি পরিচালনা করে আসছে। এইভাবে ছোট-বড় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অসহায়ত্ব সামান্য পরিমাণ লাঘব করাই নোভা ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য ।

এভাবে সমাজের উন্নয়ন এবং অসহায় মানুষের সাহায্যের জন্য প্রয়োজন আপনার একটু সহযোগিতা , আপনিও এগিয়ে আসতে পারেন একটি মানুষের জীবন পরিবর্তনের সঙ্গী হিসেবে। অনুদান বা সাহায্য-সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করুন +8809613 250 250 এই নাম্বারে।

Your Gift Can Save Lives

Your gift will be used to provide help where it's needed most.

Donate Now

Helping Poverty

Let's join with the Nova Foundation to solve the social problems.

Become A Volunteer