শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - ভেলাজান, ঠাকুরগাঁও
আলহামদুলিল্লাহ নোভা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঠাকুরগাঁও এর একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রাম ভেলাজান, পোস্ট ভেলাজান, থানা জেলা ঠাকুরগাও, চিলারং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ফজলুল হক (চেয়ারম্যান ৭নং চিলারং ইউপি) প্রধান অতিথী এবং বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোলেয়মান আলী (অবসর প্রাপ্ত এ জি এম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) ও জনাব মোঃ আব্দুস সামাদ (সভাপতি ভেলাজান মহাবিদ্যালয়) এছাড়াও চিলারং ইউনিয়নের ১১ টি ওয়ার্ডের মেম্বার দের কে নিয়ে সেখানকার অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে ৪৫০ টি কম্বল ২০০ টি চাদর (মহিলাদের জন্য) এবং ৬০ টি বড় চাদর পুরুষদের জন্য মোট ৭১০ জনকে বিতরণ করা হয়।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্র্যাক এর ২ জন প্রতিনিধিও আমাদের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের মতামত এবং তাদের চিন্তাধারার ওপর ভিত্তি করেই আমরা সেখানকার স্থানীয় ব্যক্তিদেরকে শীতবস্ত্র বিতরণ করেছি।
সেইসাথে নোভা ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মসজিদে আর্থিক সহায়তা ও ২ টি মাদ্রাসায় আর্থিক সহায়তার পাশাপাশি কম্বল ও চাদর বিতরণ করা হয়।
সেখানকার স্থানীয় সেচ্ছাসেবক যারা আমাদেরকে শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে সাহায্য করেছেন তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল যেখানে ২৮ জন উপস্থিত ছিলেন।
পুরো সময় ধরে আমাদের সাথে ছিলেন ডাক্তার: আশরাফুল আলম ও স্থানীয় ভেলাপুকুর পাড় জামে মসজিদ এর ঈমাম শাইখ আবু সুফিয়ান।
আলহামদুলিল্লাহ আমরা নোভা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আবারও আরো বেশি মানুষের জন্য যেন এই ধরণের প্রোগ্রাম অব্যাহত রাখতে পারি এই দোয়া চাই সবার কাছে।