বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।
অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে "Nova Foundation" এর নিজস্ব উদ্যোগে আবারো বিনামূল্যে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ !!!
নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে "Nova Foundation" এরই ধারাবাহিকতায় এবার সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে সাবগ্রাম এলাকার মামুন ভাইয়ের স্ত্রী কাঞ্চন খাতুনকে।
সংসারের অভাব অনাটনের জন্য বেশি দূর পড়াশোনা করতে পারেন নি মামুন ভাই। মাত্র SSC পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি। বর্তমানে তিনি সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। কয়েক বছর আগে নদী ভাংগা সারিয়াকান্দির বেনিপাড়া, রাধিকানগর এলাকায় বসবাস করতেন তারা। মামুন ভাইয়ের সামান্য এই রোজগারে সংসার চালানো বেশ কঠিন হয়ে যায় । বাবা-মা, স্ত্রী সন্তান সহ ৫ জনের সংসার মামুন দম্পতির। সচ্ছলতার মাধ্যমে সংসারের অভাব দূর করতে চান কাঞ্চন খাতুন, তাই তো তিনি দর্জির কাজ শেখেন তার এক প্রতিবেশির ভাবির কাছে, কিন্তু সেলাই মেশিন টা আর কেনা হয় না সংসারে অভাব বলে। সেলাই মেশিন টা কেনা তার জন্য স্বপ্ন, স্বপ্নই থেকে যায়।
আর এই সময়ে কাঞ্চন আপুর স্বপ্ন পূরন করতে এগিয়ে আসে নোভা ফাউন্ডেশন, নোভা ফাউন্ডেশন চায় তাদের এই সামান্য উপহারের মাধ্যমে সচ্ছলতা আসুক কাঞ্চন খাতুনের পরিবারে।
এভাবেই কাজ করে যাচ্ছে নোভা ফউন্ডেশন, আর আগামীতেও কাজ করেই যাবে ইনশা আল্লাহ্।
আপনার, আমার ক্ষুদ্র দান-সদকা পাল্টে দিতে পারে অন্যের জীবন এবং গড়ে দিতে পারে সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ।