অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ
আলহামদুলিল্লাহ, অনুষ্ঠিত হলো " নোভা ফাউন্ডেশনের " পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম!
ঈদ মানে আনন্দ - কিন্তু এই আনন্দের সীমাবদ্ধতা আছে । প্রতি বছর ঈদ আসে ঈদ যায়, কারো কাছে ঈদ মানে লাখ টাকার শপিং আবার কারো কাছে ঈদের দিনটি অন্য দিনের থেকে ব্যতিক্রম কোন দিন না। ঈদের খুশি থেকে অসহায়, দরিদ্র মানুষগুলো সবসময়ই বঞ্চিত। হ্যাঁ, আপনার আমার পাশেই আছে এমন অনেক গরিব দুস্থ, অসহায় মানুষ যারা চিরকালই ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আর আমরাই পারি এই আনন্দ ভাগ করে নিতে ।
আলহামদুলিল্লাহ, ধনী-গরিবের বৈষম্য দূরীকরণে " নোভা ফাউন্ডেশনের " অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এই বছরও সফলভাবে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয় এবং বগুড়া জেলার ( সোনাকানিয়া উত্তর পাড়া ব্রিজের কাছে ) মহিষাবান , গাবতলি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে। ঈদের আনন্দে সকলকে অংশীদার করতে এবং তাদের মুখে হাসি ফুটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১০০ টিরও বেশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ তুলে দেওয়া হয়।
উক্ত এই আয়োজনে উপস্থিত ছিলেন :-
সভাপতিত্বে ছিলেন : জনাব একরামুল হায়দার, চেয়ারম্যান, নোভা ফাউন্ডেশন ও (সিইও) আলফা নেট
উপদেষ্টা: জনাব ফরিদ হায়দার, প্রধান উপদেষ্টা, নোভা ফাউন্ডেশন
বিশেষ অতিথি: মোঃ এশাম হায়দার, মুহতামিম, সোনাকানিয়া মাদ্রাসা ও এতিম খানা ও (সিটিও) আলফা নেট এবং লাবনী আক্তার, কো-চেয়ারম্যান, নোভা আইটি ও (সিএইচআরও) আলফা নেট।
" নোভা ফাউন্ডেশনের " চেয়ারম্যান জনাব একরামুল হায়দার বলেন "বর্তমানে ঈদ বস্ত্র মূল্যের ঊর্ধ্বগতির জন্য একটি ভালো কাপড় কিনা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রায় কষ্টসাধ্য। তাই সবার সাথে ঈদ এর আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন ।
আসুন না মনের উদারতার দরজাটা একটু খুলে দেই। সামান্য একটু সহযোগিতার মাধ্যমে এমন অনেক কাজে অংশগ্রহণ করি। আপনিও এই প্রকল্পের অংশ হতে পারেন এবং আপনার হালাল উপার্জনের মাধ্যমে কম আয়ের মানুষের পশে দাঁড়াতে পারেন।